নাটোরের নলডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো: আয়ুব আলী (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌরসভা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আয়ুব ওই উপজেলার কুটরীপাড়া গ্রামের মরহুম দুখাই আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে কাভার্ডভ্যানটি বগুড়া থেকে নওগাঁ নাটোর আঞ্চলিক সড়ক হয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নলডাঙ্গা পৌরসভা মোড়ে ব্রেক ফেল করে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক আয়ুব আলীকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং কাভার্ডভ্যানের ড্রাইভার বগুড়ার চাটমহা হরিপুরের পরলোকগত ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে শ্রী সঞ্জীব চন্দ্র দাস (৩৫) ও কাভার্ডভ্যানের ম্যানেজার বগুড়ার ঘোলা গাড়ির আপেল মণ্ডলের ছেলে মো: তৌহিদ মণ্ডলকে (২০) আটক করেছে পুলিশ।
নলডাঙ্গা থানার তদন্ত ওসি মো: ইব্রাহীম খলিল জানান, কাভার্টভ্যানটি জব্দ করে থানায় নিয়ে রাখা হয়েছে এবং গাড়ির ড্রাইভার ও ম্যানেজারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।



