মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চৌসার ও জুনিসার বায়তুল আমান জামে মসজিদ-সংলগ্ন ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, পদ্মার শাখা নদীর পাড়ে অবস্থিত চৌসার গ্রাম দীর্ঘদিন ধরে ভয়াবহ নদীভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরো বেড়ে যায়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘প্রতি বছরই ভাঙনের শিকার হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মিলেনি। বক্তারা অবিলম্বে চৌসার গ্রামের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।’
তারা আরো বলেন, ‘গ্রামটির পূর্ব ও পশ্চিম পাশে স্থায়ী বাঁধ থাকলেও এই এলাকায় কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরা অংশগ্রহণ করেন। তারা সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতি দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা নেয়া না হলে চৌসার গ্রাম সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর এ শান্তিপূর্ণ মানববন্ধন নদীভাঙন রোধে নতুন করে সচেতনতার সৃষ্টি করেছে।