এটিএম আজহারুল ইসলাম

যারা জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন

ভারত কখনো আমাদের ভালো চায় না। তারা আমাদের দেশের জন্য হুমকি।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে জামায়াতের সমাবেশে এটিএম আজহারুল ইসলাম।
ফেনীতে জামায়াতের সমাবেশে এটিএম আজহারুল ইসলাম। |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমাদের ছয় নেতাকে শহীদ করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী সারাবিশ্বে ১০০ স্কলারপ্রাপ্তদের একজন, তাকে পর্যন্ত শহীদ করা হয়েছে। ওরা জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। যারা জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তারা নিজেরা আজ পালিয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পালায়নি। শহীদ মীর কাসেম আলী যখন বিদেশে ছিলেন তখন দেশ থেকে অনেকেই উনাকে ফোন করে দেশে আসতে নিষেধ করেছিলেন। তখন তিনি বলেছেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা যদি আমার অপরাধ হয় তবে যা হওয়ার হবে। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি দেশে ফিরব। তখন তিনি দেশে ফিরে আসেন। চোরের মতো বিদেশে লুকিয়ে থাকেননি। পরে মিথ্যা সাজানো মামলায় তাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। আমাদের মধ্যে দেশপ্রেম আছে। আমরা পালিয়ে যাইনি। বরং তারা পালিয়েছে। টাকা পাচার

করেছে।’

বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার আয়োজনে আয়োজিত আতাতুর্ক স্কুল মার্কেট প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম আরো বলেন, ‘আমাদের বলা হয় আমরা স্বাধীনতা বিরোধী। অথচ আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম না। বরং আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম। আমাদের মূলত ভারত বিরোধিতার জন্য হত্যা করা হয়েছিল। আমরা ভারত বিরোধী। কারণ ভারত আমাদের কখনো ভালো চায় না। তারা আমাদের দেশের জন্য হুমকি।’

এটিএম আজহার আরো বলেন, ‘জামায়াত ২০০১ সালে চার দলীয় জোটের সময় দু’জন মন্ত্রী ছিল। একজনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। জামায়াতের নেতারা সৎ। তাদের নির্বাচিত করুন। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একবার দেখুন না। জামায়াতকে একবার সুযোগ দেন। দেখুন আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন।’

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক ও ঢাকা মহানগর দক্ষিণ মজলিস শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা জামায়াত ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।