জৈন্তাপুরে নৌকাডুবির ৩ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
নিহত জিল্লুর রহমান দিলু
নিহত জিল্লুর রহমান দিলু |নয়া দিগন্ত

জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ পাথর শ্রমিক জিল্লুর রহমান দিলুর (৩০) লাশ ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

নিহত জিল্লুর রহমান দিলু উপজেলার নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামের আব্দুস সালামের ছেলে।

গত শুক্রবার রাতে শ্রীপুর পাথর কুয়ারি এলাকার সীমান্তবর্তী ১২৮০ নম্বর মেইন পিলারের নিকট নৌকাডুবিতে নিখোঁজ হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। পেশায় সে একজন বারকি শ্রমিক। ঘটনার রাতে তার আরেক সহযোগী রুবেলকে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় নৌকা নিয়ে পাথর আনতে গেলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে গেলে তার সহকর্মী রুবেল সাঁতর কেটে তীরে উঠলেও নিখোঁজ হয় দিলু।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের বড় ভাইয়ের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ থানা কম্পাউন্ডে পুলিশের হেফাজতে রয়েছে।’