সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রোববার দুপুরে থানার শেখঘাট কুয়ারপার এলাকার ‘গুলজার মঞ্জিল’ নামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেট নগরীর কোতোয়ালীতে শারমিন চৌধুরী (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে থানার শেখঘাট কুয়ারপার এলাকার ‘গুলজার মঞ্জিল’ নামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শারমিন চৌধুরী (২৫) শেখঘাট কুয়ারপার এলাকার মো: রাদিদের (২৮) স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিজ ঘরের কক্ষে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান নয়া দিগন্তকে বলেন, আমরা খবরটি পেয়েছি এবং পুলিশের একটি টিম এখন ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। পুলিশ নিহত গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে।