জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারীতে জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে জেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি ও নীলফামমারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ প্রমুখ।
সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট, নির্বাচনে পিআর পদ্ধতি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, শেখ হাসিনার বিচার এবং জাতীয় পার্টিসহ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলে ধরেন বক্তারা। এসময় নেতারা ৫ দফা দাবিতে গণআন্দোলন আরো বেগবান করার ঘোষণা দেন।
শ্রমিক সমাবেশ : শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী সদর ও শহর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে আল হেলাল একাডেমিতে সদর শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশেনের সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামমারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ্, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম প্রমুখ।



