জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বাদ আসর জেলা জামায়াতের আয়োজনে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির মুফতি আব্দুল হান্নান।
এ সময় নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামাউন হাসান ও ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুফতি আব্দুল হান্নান বলেন, ‘গতকাল আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা বলেছি, গণভোট ও জাতীয় নির্বাচন একইদিন হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। খুনি শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের বিচার করতে হবে। আমরা মনে করি, যারা আওয়ামী লীগকে ফেরানোর স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’



