নারায়ণগঞ্জের বন্দরের সোনাচড়া এলাকায় ‘চোর’ আখ্যা দিয়ে পারভেজ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকালে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে বন্দরের সোনাচড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
তার স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করে বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী রাতে বাড়ি থেকে তার স্বামীকে ডেকে নিয়ে যান। পরে তার স্বামীকে চোর আখ্যা দিয়ে নির্মাণাধীন ভবনের পিলারের সাথে বেঁধে মেছের আলী, তার ছেলে মাহিন, স্ত্রী হাজেরাসহ পাঁচ-ছয়জন মিলে হাতুড়ি, লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন।
তিনি আরো বলেন, এ সময় তার স্বামী একটু পানি চাইলে তাকে আরো পেটাতে থাকে। অবশেষে তিনি পানি না পেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা অনেক আকুতি মিনতি করেও তাদের হাত থেকে আমার স্বামীকে রক্ষা করতে পারিনি।
ঘটনার পর পুলিশ অভিযান চালালেও মেছের আলী ও অন্যদের গ্রেফতার করতে পারেনি। তারা সপরিবারে পালিয়ে গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পারভেজ নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’



