মাইলস্টোন ট্রাজেডি: খাগড়াছড়ি প্রেস ক্লাবে কোরআন খতম ও দোয়া মাহফিল

যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
নিহত ও আহতদের জন্য প্রেস ক্লাব নেতাকর্মীদের দোয়া
নিহত ও আহতদের জন্য প্রেস ক্লাব নেতাকর্মীদের দোয়া |নয়া দিগন্ত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আমন্ত্রিত হাফেজরা কোরআন খতম শেষ করলে হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম রাজু, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।