নওগাঁয় ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নওগাঁ প্রতিনিধি

Location :

Badalgachhi
প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছিতে ডাকাত সন্দেহে আসাদুল ওরফে রিয়া (৩৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আসাদুল উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার জগৎনগর এলাকার আলামিন নামে এক ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার রাতে আসাদুল ও তার দুই সহযোগী প্রবেশ করে। এ সময় ডাকাত সন্দেহে তাদেরকে ধরতে গেলে ধস্তাধস্তি করে দুইজন পালিয়ে যায়। পরে আসাদুলকে আশপাশের লোকজন এসে বেঁধে মারধর করেন। এতে তিনি আহত হয়ে পড়লে পুলিশ এসে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘শনিবার ভোরে খবর পেয়ে আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তি ডাকাতির সাথে জড়িত বলে জানতে পেরেছি। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।