জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

‘ঘটনা যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন কাউকে দোষারোপ না করে কাফন দাফনের প্রস্তুতি নিচ্ছি।’

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে নার্সারির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিমে গ্রামীণ ব্যাংকের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরা রহমান জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) এলাকার প্রবাসী হাবিবুর রহমান হাবিবের মেয়ে। সে কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিক স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী পারভেজ হাসান জানান, একটি দশসিটা টেম্পু গাড়ি কালিগঞ্জ থেকে আটগ্রামের দিকে যাওয়ার পথে স্থানীয় গ্রামীণ ব্যাংকের পাশে শিশু শিক্ষার্থী ইকরা দৌঁড়ে এসে গাড়ির সামনে পড়ে যায়। এতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় শিশুটি।

স্থানীয় বাসিন্দা এমাদ উদ্দিন ইমদাদ জানান, তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে নিয়ে যাওয়ার পথে চারখাই এলাকায় নিয়ে যাওয়ার পর মৃত্যু বরণ করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত ইকরা’র চাচা সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান বলেন, ‘ঘটনা যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন কাউকে দোষারোপ না করে কাফন দাফনের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি।