মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস সীমান্তে ৫১ হাজার ইউএস ডলারসহ মো: জাহাঙ্গীর শেখ নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীনস্থ আনন্দ বাস বিওপির বিশেষ টহল দল তাকে আটক করে।
আটক জাহাঙ্গির আনন্দবাস গ্রামের মরহুম আফসার শেখের ছেলে বলে জানা গেছে।
এদিন বিকেলে আনন্দবাস ক্যাম্প বিজিবির পক্ষ থেকে আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
আনন্দবাস ক্যাম্পের এডি মো: হায়দার আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তের মেইন পিলার ৯৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাঁসিতলা মাঠ দিয়ে এক ব্যক্তি ডলার পাচার করছে। তাৎক্ষণিক টহল দল নিয়ে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পলি ব্যাগের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো ৫১ হাজার ইউএস ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৬১ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা পাওয়া যায়। এ সময় একটি বাইসাইকেল ও একটি বাটনফোন জব্দ করা হয়।’
তিনি আরো বলেন, ‘আসামি জাহাঙ্গিরকে মুজিবনগর থানায় মামলাপূর্বক সোপর্দ করা হয়েছে। এছাড়া ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করার জন্য কোম্পানি কমান্ডারের অনুকূলে পাঠানো হয়েছে।’
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্যরা ডলারসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এসইসাথে আসামির ব্যবহৃত বাটন মোবাইলফোন ও বাইসাইকেল জমা করেছেন। বিজিবির মামলায় আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।