নরসিংদীর বেলাবতে অবৈধ আগ্নেয়াস্ত্রের তাজা গুলিসহ রাফি হাসান ওরফে তামিম (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ভোরে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বেলাব থানার এসআই আবদুল সামাদ মিয়ার নেতৃত্বে গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহিদুল ইসলামের ছেলে রাফি হাসান উপজেলার চর উজিলাব পশ্চিমপাড়ায় নানা রমজান আলীর বাড়িতে অবস্থান করতেছে।
এ সময় সেখানে তারা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রের এক রাউন্ড তাজা গুলিসহ তাকে গ্রেফতার করে বেলাবো থানায় নিয়ে আসে।
বেলাব থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এসআই আবদুল সামাদ মিয়া বেলাব থানায় একটি মামলা রজু করে এবং আলামতসহ আসামিকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।