লালমোহনে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মো: তামিম নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহন থানা, ভোলা
লালমোহন থানা, ভোলা |নয়া দিগন্ত

ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মো: তামিম নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু তামিম একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামুল্যাহ এলাকার মো: রফিকের ছেলে।

জানা গেছে, রোববার সকালে দাদার সাথে চাল গুড়ি করতে স্থানীয় একটি রাইস মিলে যায় শিশু তামিম। সেখানে যাওয়ার পর রাইস মিল সংলগ্ন বাগানের একটি সুপারি গাছের সাথে টানানো রশি নিয়ে খেলছিল সে। চাল গুড়ি করার পর তামিমের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাসায় চলে যান বৃদ্ধ দাদা। তবে কিছু সময় পর ওই বাগানে শিশু তামিমকে একটি সুপারি গাছের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন পাশের সড়ক দিয়ে যাওয়া এক অটোরিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

লালমোহন থানার ওসি মো: অলিউল ইসলাম এ বিষয়ে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা হয়েছে।’