সরকারি ছুটির দিনে শুক্রবার ও আগামীকাল শনিবার বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস খোলা রেখে সকল কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস নীতি) ১০ জুলাই মো: রইচ উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে খোলা রাখার নির্দেশনা জানানো হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন কাস্টমসে সার্ভারে ধীরগতির কারণে শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। বকেয়া কাজ পুষিয়ে নিতেই শুক্রবার ও শনিবার আমদানি ও রফতানি বাণিজ্য সংক্রান্ত সকল কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
ওই নির্দেশনা অনুযায়ী শুক্রবার ও আগামীকাল শনিবার বেনাপোল কাস্টমস খোলা রেখে আমদানি ও রফতানি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হবে।
বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কাস্টমস কর্মকর্তারা অফিসে উপস্থিত থাকলেও সরকারি ছুটির কারণে ব্যবসায়ীদের কাস্টমস হাউসে উপস্থিতি অনেক কম দেখা গেছে।
বেনাপোল বন্ধরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, ‘বেনাপোল বন্দর সব সময় খোলা আছে। কোনো ব্যবসায়ী লোড-আনলোড করতে চাইলে আমরা সে বিষয়ে প্রস্তুত আছি।’
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম জানান, ‘গত কয়েক দিনের সার্ভার জটিলতার কারণে রাজস্ব আদায়ে বিঘ্নিত ঘটেছে। সেই কাজ পুষিয়ে নিতেই আমরা কাস্টমস নীতি-নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউজের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে আমদানি ও রফতানি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করছি।’