মানিকগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমাদের প্রধান খাত হচ্ছে কৃষি, তাই এ খাতকে আরো উন্নত করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।’

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
একজন কৃষাণীর হাতে সার ও বীজ তুলে দেয়া হচ্ছে
একজন কৃষাণীর হাতে সার ও বীজ তুলে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

মানিকগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার অফিসারস ক্লাবের উদ্যোগে উপজেলার জাগীর ও দিঘী ইউনিয়নে ১ হাজার ৬৭৫ জনসহ পর্যায়ক্রমে উপজেলায় মোট ৯ হাজার ৬২০ জন কৃষক-কৃষাণীর মাঝে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং এক কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল-সাবেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মাসুম ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমাদের প্রধান খাত হচ্ছে কৃষি, তাই এ খাতকে আরো উন্নত করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে। আসুন সততা, নিষ্ঠা আর দেশপ্রেম নিয়ে সবাই একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই।’