কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেন (২৫) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রা মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন কুমিল্লার সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মরহুম জলফু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকায় রওয়ানা হন মাদককারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ মাধাইয়া বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করে। এ সময় প্রাইভেটকারে থাকা ৮টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি পথরোধ করা হয়। এ সময় চলন্ত গাড়ি থেকে চালক বের হয়ে পালিয়ে গেলেও মাদকের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনায় চান্দিনা থানায় মামলা করা হচ্ছে।



