হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গ্রামের মাতবরদের উপেক্ষা করে মামলা করায় উপজেলার পুটিয়া গ্রামের দু’টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। তাদের সাথে গ্রামের মানুষদের কোনো ধরনের লেনদেন, ওঠা-বসা, কথা বলা নিষেধ করা হয়েছে। এমনকি তাদের পরিবারের কাউকে গাড়িতে না উঠানোর জন্য গ্রামের টমটম চালকদেরকে বারণ করেছেন প্রভাবশালী মাতবররা।
সমাজচ্যুত করার কোনো আইন না থাকলেও এই দুই পরিবারের সদস্যদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।
জানা যায়, গত ৬ আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুরা গ্রামের আবু তাহের মিয়ার বাড়ি থেকে সজল মিয়া নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাতবরদের উপেক্ষা করে সজল মিয়ার বোন হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকার কয়েকজন মাতবর। গত ২৫ আগস্ট সাবেক ইউপি মেম্বার পুটিয়া গ্রামের ছোয়াব মিয়া তালুকদারের সভাপতিত্বে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে সালিশ বৈঠকে বসা হয়। সেখানে সজল মিয়ার চাচা জিলু মিয়া মুহুরী ও আব্দুল আলীর পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
ওই সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ছায়েদ মিয়া, আজিজ মিয়া, বুলু মিয়া, মকছুদ মিয়াসহ স্থানীয় মাতবররা।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য নুরজাহান আক্তার বলেন, ‘আমি প্রত্যেকদিন টমটম দিয়ে ওলিপুরে আমার কর্মস্থলে যাই। কিন্তু আজ টমটমে উঠতে গেলে ড্রাইভার আমাকে উঠতে দেয়নি। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে আমাদেরকে নাকি সমাজচ্যুত করা হয়েছে।’
ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল আলী বলেন, ‘স্থানীয় মাতব্বররা আমার ভাতিজা হত্যার বিষয়টিকে তাদের হাতে ছেড়ে দেয়ার জন্য চাপ দেন। সেটি না করে মামলা করায় সাবেক মেম্বার ছোয়াব তালুকদারের নেতৃত্বে আমাদের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে।’
এ বিষয়ে ইউপি মেম্বার রাতুল বলেন, ‘আব্দুল আলীর বোন নুরজাহানকে টমটমে না তোলার বিষয়ে টমটম চালক জাহাঙ্গীরকে জিজ্ঞেস করলে সে জানায় যে তাকে নাকি গ্রামের কয়েকজন মাতব্বর জিলু মিয়া এবং আব্দুল আলীর পরিবারের সদস্যদেরকে টমটমে তুলতে নিষেধ করেছেন। একইসাথে ওই পরিবারের সদস্যদের টমটমে উঠালে ৫০০ টাকা করে জরিমানা করা হবে বলেও তাদেরকে সতর্ক করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিষয়টি আমি জানার পর তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবগত করেছি।’
মেম্বার রাতুল ওই পরিবারকে সমাজচ্যুত করার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।
পুটিয়া গ্রামের সাবেক মেম্বার ছোয়াব মিয়া তালুকদার সমাজচ্যুতের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে তাদের কোনো কাজে আমরা থাকব না এবং আমাদের কোনো কাজে তাদের প্রয়োজন নেই মর্মে বৈঠকে আলোচনা হয়েছে।’
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, মেম্বারের মাধ্যমে মৌখিক অভিযোগ পেয়েছি। তারা লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।