মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

সভাপতি সজল, সম্পাদক শিমুল

সময়ের দাবিতে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঐক্য সাংবাদিকতার মর্যাদা ও পেশাগত অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সভাপতি সজল ও সম্পাদক শিমুল
সভাপতি সজল ও সম্পাদক শিমুল |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকতা পেশাকে আরো দৃঢ় ও গতিশীল করতে জাতীয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া প্লাটফর্মের প্রতিনিধিদের নিয়ে ‘টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মুন্সীগঞ্জের (টিএমজেএ) আত্মপ্রকাশ হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে মোজাম্মেল হোসেন সজল (কালবেলা) সভাপতি এবং শেখ মো: শিমুল (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের সিক্রেট টেস্ট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জসীম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি) ও শেখ সাইদুর রহমান টুটুল (এশিয়া টিভি), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজয় টিভি), কোষাধ্যক্ষ শাহনাজ হীরা (চ্যানেল এস), তথ্যপ্রযুক্তি সম্পাদক মো: সুজন পাইক (মোহনা টিভি), অনুষ্ঠান সম্পাদক মো: মাসুদ রানা (আলোকিত বাংলাদেশ) ও দফতর সম্পাদক সুমিত সুমন (দেশ টিভি)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), কাজী সাব্বির আহমেদ দীপু (সমকাল), মো: গোলজার হোসেন (মানবজমিন), মাঈন উদ্দিন আহম্মেদ সুমন (এনটিভি) ও মাসুদ অর্ণব (বাংলাদেশের আলো)।

এছাড়া ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন- মো: মঞ্জুর মোর্শেদ (ইনকিলাব), মীর নাসির উদ্দীন উজ্জ্বল (সময় টিভি), তানভীর হাসান (প্রতিদিনের বাংলাদেশ), বাছির উদ্দিন জুয়েল (মাছরাঙা ও ইত্তেফাক), এ কে আজাদ মুন্না (দিনকাল) ও মো: মাহবুবুর রহমান (আমার দেশ)।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ।

সভায় বক্তারা বলেন, ‘সময়ের দাবিতে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঐক্য সাংবাদিকতার মর্যাদা ও পেশাগত অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’