সাদুল্লাপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের র‌্যালি ও আলোচনা

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ইসলামী ছাত্রশিবির।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
সাদুল্লাপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের র‌্যালি ও আলোচনা
সাদুল্লাপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের র‌্যালি ও আলোচনা |নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা কার্যালয়ের সামন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির সাদুল্লাপুর উত্তর থানা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (লেবু), উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক এমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুর রউফ, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল আজ্জাবি, সাবেক জেলা সভাপতি ওমর সানি আকন্দ, জেলা অফিস সম্পাদক ফাহিম ইসলাম, সাদুল্লাপুর দক্ষিণ শাখার সভাপতি মোসরেফুল ইসলাম প্রমুখ।