চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ায় একটি ভাড়া বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গুলশান আরা চমন দীর্ঘ সাত বছর ধরে ওই বাসায় একা ভাড়া থাকতেন। তার কোনো সন্তান নেই। গত শুক্রবার পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। সোমবার দুপুরে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নিহতের বোন খুশি জানান, গত বৃহস্পতিবার বোনের সাথে তার দেখা ও কথা হয়। বোন বাজারে যাওয়ার কথা বলেছিলেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং একবার স্ট্রোকও করেছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’