দুমকিতে গৃহবধূর লাশ উদ্ধার

তার শ্বশুরবারড়ি লোকজনের দাবি, স্ট্রোকে মৃত্যু হয়েছে। তবে তার ভাইয়ের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুর-শাশুড়ির নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে।

মো: জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

Location :

Patuakhali
দুমকি থানা
দুমকি থানা |সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে মুক্তা আক্তার (২৫ ) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় দুমকি উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তা আক্তারের দুই সন্তান রয়েছে।

তার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে তার ভাই মাসুম হোসেনের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুর-শাশুড়ির নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সাধারণ ডায়েরি মূলে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।