আবু সাঈদ হত্যা মামলা : ট্রাইব্যুনালের বিরুদ্ধে দীর্ঘসূত্রিতার অভিযোগ

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন আবু সাঈদ হত্যা মামলার সাক্ষী শাহরিয়ার সোহাগ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বেরোবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
বেরোবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

শহীদ আবু সাঈদ হত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে দীর্ঘসূত্রিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ওই মামলার সাক্ষীদের একাংশ।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন আবু সাঈদ হত্যা মামলার সাক্ষী শাহরিয়ার সোহাগ। এসময় উপস্থিত ছিলেন আরো কয়েকজন সাক্ষী ও আহত জুলাই যোদ্ধা।

তাদের অভিযোগ, ট্রাইব্যুনাল সাক্ষী না পাওয়ার যে কথা বলেছে সেটা সঠিক নয়। সাক্ষীদের সাথে ট্রাইব্যুনাল সঠিকভাবে যোগাযোগ করছে না।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শহীদ আবু সাঈদ হত্যা মামলাটি নিয়ে ঢিলেমি করতেই ট্রাইব্যুনাল থেকে এ ধরনের কথা বলা হচ্ছে। এসময় তারা বেরোবি কর্তৃপক্ষের দায়ের করা মামলাটির অসংগতি দূর করতে সাপ্লিমেন্ট এজাহার দায়ের করার দাবি জানান।

তারা বলেন, ওই মামলার সাক্ষীর তালিকায় অনেক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে কৌশলে বাদ দেয়া হয়েছে।

দাবি মানা না হলে আন্দোলন করারও হুমকি দেন তারা।