আগামীকাল শনিবার ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫। নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে দেশের সমতল অঞ্চলের ১৪টি জেলার সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। বর্ণাঢ্য এই সম্মেলনকে ঘিরে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক জানান, ‘শনিবার দুপুর ২টায় তাদের জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। তবে বিশেষ অতিথি হিসেবে স্বশরীরে মঞ্চে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।’
মৃগেন হাগিদক জানান, ‘জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের আত্মপ্রকাশ হয় ২০০৭ সালে। এরপর ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর দলীয়ভাবে এই সংগঠনটি স্বীকৃতি লাভ করে। তখন থেকে এই সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের অনেক নেতাকর্মী হামলা, মামলায় কারাবরণের শিকার হন।’
তিনি আরো বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগশ খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের রাজনৈতিক রোল মডেল। তারেক রহমান প্রণীত রাস্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সাথে আমরা গভীরভাবে আবদ্ধ। এই ঐতিহাসিক সংস্কার প্রস্তাবের ২ নম্বরে রেইনবো ন্যাশন সমতল অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠির ধারণাপত্রের এক একটি রঙ। ওই প্রস্তাবের ১৬ নম্বরে অনঘ্রসর জাতীগোষ্টির অধিকার এবং সুরক্ষার কথা দলীয়ভাবে স্বীকৃত।’
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, সমতলের ৩৪টি জাতীগোষ্ঠির প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহন করবেন। ঐক্যবদ্ধ জাতি গঠনে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী। অথচ বিগত সরকারের সময়ে ক্ষুদ্র জাতীগোষ্ঠিকে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। কিন্তু এই জাতীগোষ্ঠির রাজনেতিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।