নিজের ব্যানার ও বিলবোর্ড নিজেই সরালেন জামায়াত প্রার্থী শামীম সাঈদী

নিজের পোস্টার ও বিলবোর্ড নিজেই সরালেন জামায়াত প্রার্থী। পিরোজপুর-২ আসনের রাস্তায় নেমে নিজের বিলবোর্ড, পোস্টার-ব্যানার অপসারণ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
নিজের ব্যানার ও বিলবোর্ড নিজেই সরালেন জামায়াত প্রার্থী শামীম সাঈদী
নিজের ব্যানার ও বিলবোর্ড নিজেই সরালেন জামায়াত প্রার্থী শামীম সাঈদী |নয়া দিগন্ত

নিজের পোস্টার ও বিলবোর্ড নিজেই সরালেন জামায়াত প্রার্থী। পিরোজপুর-২ আসনের রাস্তায় নেমে নিজের বিলবোর্ড, পোস্টার-ব্যানার অপসারণ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী

রোববার সকাল (১৪ ডিসেম্বর) থেকে নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে এসব পোস্টার ব্যানার নিজে অপসারণ করছেন তিনি।

দলীয় নেতাকর্মীরা জানান, তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সব প্রার্থীকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। কমিশনের এ নির্দেশনা বাস্তবায়নে পিরোজপুর -২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামীম সাঈদী নিজে মাঠে নেমেছেন। সেই সঙ্গে কর্মী-সমর্থকদের সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দিক-নির্দেশনা দেন।

এ সময় তিনি তার সকল নেতাকর্মীকে নির্বাচনী নীতিমালা মেনে চলার জন্য অনুপ্রাণিত করেন এবং যারা আন্তরিকভাবে কষ্ট করে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আমির হোসাইন খান সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।