কন কন শীতে বিপর্যস্ত জনজীবন, পঞ্চগড়ে তাপমাত্রা ১১ ডিগ্রি

পঞ্চগড়সহ উত্তারাঞ্চলে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত; তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং দু’এক দিনের মধ্যে শীত আরো বাড়তে পারে।

আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড়

Location :

Panchagarh
ঘন কুয়াশা আর কন কন শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে
ঘন কুয়াশা আর কন কন শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে |নয়া দিগন্ত

পঞ্চগড়সহ উত্তারাঞ্চল ঘন কুয়াশা আর কন কন শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন প্রচণ্ড শীতে মানবেতর জীবনযাপন করছে। সন্ধ্যার পর থেকে সারারাত বৃষ্টির মতো টাপুর-টুপুর করে পড়ছে কুয়াশা। কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষন অফিস সকাল ৯টায় ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করেছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ ভাগ। বাতাস প্রতি ঘণ্টায় ১০-১১ কিলোমিটার বেগে চলাচল করছে।

পঞ্চগড় থেকে হিমালয় সন্নিকটে হওয়ায় প্রতি বছরের মতো এবারো শীতের তীব্রতা বেশি। সড়ক-মহাসড়কে ট্রাক, বাস, মাইক্রবাস হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। প্রতিদিনই বিকেল থেকে কুয়াশা পড়ছে। সন্ধ্যা হলেই হাট-বাজারে মানুষজন কমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র এবং বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১০-১১ কিলোমিটার চলছে।

দু’এক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

Topics