পটুয়াখালীর মির্জাগঞ্জের এক ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাদশা হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে শতশত মানুষ অভিযুক্তদের শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করে।
জানা যায়, গত মঙ্গলবার পটুয়াখালী-১ আসনের মনোনীত বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সুলতানাবাদ এলাকার একটি চায়ের দোকানে নেতাকর্মীদের নিয়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাদশা হাওলাদার চা খেতে বসেন। কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় মিরাজ হোসেনের নেতৃত্বে তিন-চারজন যুবক বাদশা হাওলাদারের ওপর হামলা করেন। বাদশা হাওলাদারকে আহত অবস্থায় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন গাজী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: আব্বাস হাওলাদার, ইউনিয়ন যুবদলের মো: মেহেদী হাসান মিলন ও যুবদল নেতা মো: খোকন হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, মিরাজ হোসেনের নেতৃত্বে একটি বাহিনী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



