নবাগত ইউএনও কে ত্রিশাল প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

সোমবার (১ ডিসেম্বর) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন আরাফাত সিদ্দিকী।

Location :

Trishal
নবাগত ইউএনও কে ত্রিশাল প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা
নবাগত ইউএনও কে ত্রিশাল প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা |নয়া দিগন্ত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরাফাত সিদ্দিকী।

সোমবার (১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় স্থানীয় প্রশাসন ও ত্রিশাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

নতুন কর্মস্থলে ইউএনও আরাফাত সিদ্দিকীর আগমনের দিনেই সন্ধ্যায় তাকে বরণ করে নিতে উপস্থিত হন ত্রিশাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

প্রেস ক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

ত্রিশাল প্রেস ক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, রফিকুল ইসলাম শামীম, সম্মানিত সদস্য আ ন ম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, সদস্য মামুনুর রশিদ, ফয়জুর রহমান ফরহাদ, আতিকুল ইসলাম, রোকনুজ্জামান সরকার রাহাত, আব্দুল্লাহ আল ফাহাদ, আহসান হাবীব, রাকিবুল ইসলাম সুমন নুরুল ইসলাম প্রমূখ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ত্রিশালের সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তার দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।