দীপু দাস হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে ঝুলিয়ে হত্যার করার প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে সর্বস্তরের সনাতনি সমাজ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
দীপু দাস হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
দীপু দাস হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে ঝুলিয়ে হত্যার করার প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে সর্বস্তরের সনাতনি সমাজ।

বৃহস্পতিবার সন্ধায় নগরীর প্রেসক্লাব সামনে এই মানববন্ধন করে তারা। এসময় সনাতনি সম্প্রদায়ের বিভিন্ন বয়সিরা অংশ নেন।

মানববন্ধনে হত্যাকারীদের গ্রেফতার এবং যথাযথ শাস্তির দাবি জানান বক্তারা। বলেন, দীপুকে হত্যা করা হয়েছে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে। এধরণের আইনবহিভূর্তত হত্যাকান্ড ঘটলে স্থিতিশীল বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়। এসময় শহীদ ওসমান হাদি হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন বক্তারা।