দাঁড়িপাল্লায় ভোট দিন : এবিএম ফজলুল করীম

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
কথা বলছেন অধ্যাপক এবিএম ফজলুল করীম
কথা বলছেন অধ্যাপক এবিএম ফজলুল করীম |ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আধুনিক পরিবর্তন আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ প্রশাসন ও উন্নত জীবনমান নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ‘মুন্সীগঞ্জ-২ আসনকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তুলতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের সেক্রেটারি মো: নসরুল্লাহ, ২নং ওয়ার্ড সভাপতি মো: শাহজাহান, সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, ১নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদী, মুন্সীগঞ্জের কৃতিসন্তান প্রফেসর ড. এম.এ. দেওয়ান সাজ্জাদসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকবৃন্দ।