হবিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ঢাকার হাতিরঝিল থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাওলানা জিল্লুর রহমান আযমী হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম ক্রয় করলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন ফরম জমা দেননি। জামায়াত জোটবদ্ধ নির্বাচনের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাসিত আজাদকে আসনটি ছেড়ে দেন তিনি।

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা

Location :

Habiganj
হবিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন প্রার্থী
হবিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন প্রার্থী |নয়া দিগন্ত গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির প্রার্থী ডা: সাখাওয়াত হাসান জীবন বানিয়াচংয়ে এবং অন্য পাঁচজন জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন।

জেলা প্রশাসক কার্যালয়ে দাখিল করা প্রার্থীরা হলেন— ইসলামী আট দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের (একাংশ) মো: নোমান আহমেদ সাদিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) লোকমান আহমেদ তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী আফসার আহমেদ রূপক।

ডা: সাখাওয়াত হাসান জীবন ২০০৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এছাড়া ইসলামী আট দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

স্বতন্ত্র প্রার্থী আফসার আহমদ রূপক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। বাকী তিনজনের সংসদ নির্বাচন করার পূর্ব অভিজ্ঞতা নেই।

বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ঢাকার হাতিরঝিল থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাওলানা জিল্লুর রহমান আযমী হবিগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম ক্রয় করলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন ফরম জমা দেননি। জামায়াত জোটবদ্ধ নির্বাচনের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাসিত আজাদকে আসনটি ছেড়ে দেন তিনি।