সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জেন-জি, মা-বোনেরা ও সাধারণ মানুষ এখন অনেক সচেতন,তারা ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজকে পছন্দ করে না তাই আগামী নির্বাচনে নিজের আপনজন হলেও চাঁদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বয়কট করবে। তাদেরকে লাল কার্ড দেখিয়ে বর্জন করবে জনগণ।’
তিনি বিয়ানীবাজারবাসীর গ্যাসের দাবিকে প্রথম অ্যাজেন্ডা নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে গ্যাসের উৎপাদনস্থল বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে নিয়ে রাষ্ট্রের সাথে প্রয়োজনে ফাইট করে দাবি আদায় করার প্রতিশ্রুতি দেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের থানাবাজারে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাউতা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সাত্তারের সভাপতিত্বে, ছাত্রনেতা তোফায়েল হাসান তোহার সঞ্চালনায় দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান তুলে ধরে তিনি আরো বলেন, যেভাবে আমরা জুলাই বিপ্লবকে সফল করেছি ঠিক একইভাবে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। একারণে দুর্নীতিবাজ নের্তৃত্বকে সরিয়ে দুর্নীতিমুক্ত নের্তৃত্বকে জাতির নের্তৃত্বে আনতে হবে।
তিনি ৫৪ বছরের দুর্নীতির নের্তৃত্বকে পেছনে ফেলে জামায়াতকে একবারের জন্য নির্বাচিত করার আহ্বান জানিয়ে আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নাগরিক মর্যাদা, নাগরিক অধিকার নিয়ে কর্মসংস্থান ও মানুষের কল্যাণে কাজ করবে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফাসসির আহমদ ফয়েজী, লাউতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি দেলওয়ার হোসেন, জেলা ছাত্রশিবির পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান, ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।



