উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর

অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘এ স্মারকের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে যুগোপযোগী দক্ষতা অর্জনে এটি কার্যকর অবদান রাখবে।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর |নয়া দিগন্ত

‘টিভি ও ভিজ্যুয়াল মিডিয়া: প্রোডাকশন-মেকিং প্রসেস’ শীর্ষক স্নাতক পর্যায়ের বিশেষায়িত কোর্স পরিচালনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একইসাথে এ চুক্তির লক্ষ থাকবে মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, অ্যাকাডেমিক ও পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণ এবং মিডিয়া এক্সপার্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।

রোববার (২৫ মে) ঢাকার উত্তরায় অবস্থিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ স্বাক্ষর অনুষ্ঠানে বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মিডিয়া বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. শফিকুল আলম ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ উল আলম (অব.) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘এ স্মারকের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। মিডিয়া ও যোগাযোগ ক্ষেত্রে যুগোপযোগী দক্ষতা অর্জনে এটি কার্যকর অবদান রাখবে। এ সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও মিডিয়া পেশাজীবীদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা সহযোগিতা এবং যৌথ উদ্যোগে মিডিয়া প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।’

একইসাথে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি।