মেলান্দহে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রোববার বিকেলে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালের পাড়ার দাঁতভাঙা সেতু এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি এ অভিযান পরিচালনা করেন।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
অবৈধ বালু উত্তোলনে জরিমানা
অবৈধ বালু উত্তোলনে জরিমানা |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ভেকু মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালের পাড়ার দাঁতভাঙা সেতু এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে দাঁতভাঙা সেতুর আশপাশ থেকে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। পাশে থাকা হাজরাবাড়ি পৌর কবরস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং গুরুত্বপূর্ণ সেতুর স্থায়িত্বও হুমকির মুখে পড়ে।

অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকার মরহুম ছলিমদ্দিনের ছেলে মোখলেছুর রহমান মজনুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সরকারের নির্দেশনা অনুসারে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।