কক্সবাজারে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার চৌদ্দগ্রামের পাঁচ নারীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৃথক দু’টি জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সকালে চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
মর্মান্তিক এ ঘটনার পর চান্দিশকরা ও ফালগুনকরা গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।
নিহতরা হলেন, চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।
এর আগে গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওয়ানা দেন উদয় পাটোয়ারী ও তার স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা ও শ্যালক শাহেদ মজুমদার লিশান।
রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থেকে মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী ও শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকেও গাড়িতে তোলেন।
বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। এ ঘটনায় উদয় পাটোয়ারী, তার ছেলে ও শ্যালক গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে শাহেদ মজুমদার লিশানের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।



