গুরুদাসপুরে কিশোর গ্যাংয়ের সদস্য আপন ২ ভাই আটক

কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য বিয়াঘাট এলাকায় বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। একইসাথে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও জিম্মি করে চাঁদাবাজি করত তারা।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
গুরুদাসপুরে কিশোর গ্যাংয়ের সদস্য আপন ২ ভাই আটক
গুরুদাসপুরে কিশোর গ্যাংয়ের সদস্য আপন ২ ভাই আটক |নয়া দিগন্ত

চাঁদাবাজির অভিযোগে নাটোরের গুরুদাসপুরে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটক দু’জন আপন দুই ভাই বলে জানা গেছে।

রোববার (১৫ জুন) ভোরে উপজেলার বিয়াঘাট বাবলাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মিন্টু (২২) ও শাকিল হোসেন (১৯) মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য বিয়াঘাট এলাকায় বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। একইসাথে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও জিম্মি করে চাঁদাবাজি করত তারা। পরে এলাকাবাসী বিষয়টি সেনাবাহিনীকে জানালে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে তারা। পরে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয় ওই দুই যুবককে।

গুরুদাসপুর থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘আটক দু’জনকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।’