চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে ভারতীয় বিএসএফ।
শুক্রবার (৩০ মে) ভোরে কোনো এক সময় কালেঙ্গা দিয়ে তাদেরকে ঠেলে দেয় তারা।
তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান।
বিজিবি রেমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে ২২ জন (পুরুষ-০৯ জন, মহিলা-০৮ এবং শিশু-০৫) নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে।
সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ , পরিচয় জানা ও অন্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশ ইন করেছে। সাথে সাথে বিজিবিকে খবর দেই। খবর পেয়ে বিজিবি সদস্যরা গঠনস্থলে গিয়ে তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জঙ্গলে উপজাতীয় ত্রিপুরাবাড়িতে রাখা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘২২ জনকে পুশ ইন এর বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।’