চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা হঠাৎ বেড়ে জনজীবনে প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান।
ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠেছে। তবে রোদ উঠলেও শীতের তীব্রতা খুব একটা কমেনি। এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক ও স্বল্প আয়ের শ্রমজীবীরা।
রিকশাচালক লিয়াকত আলী বলেন, ‘ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যায়। যাত্রী কম, আয়ও খুব কমে গেছে।’
স্থানীয় এক শ্রমিক জানান, ‘গরম কাপড় ঠিকমতো নেই। রোদ উঠলেও শরীরে ঠান্ডা লাগে। কাজ করতে খুব কষ্ট হয়।’
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা প্রতিদিনই কমতে থাকায় মানুষের ভোগান্তি বাড়ছে।
আবহাওয়া ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘আগামী কয়েকদিন তাপমাত্রা আরো নিচে নামতে পারে। শীতের মাত্রাও বাড়বে।’



