পাটগ্রামে সীমান্তে আবারো পুশইনের চেষ্টা বিএসএফের

এ সময় শমসেরনগর বর্ডার গার্ড বাংলাদেশের (৬১-বিজিবি) টহলরত সদস্য ও স্থানীয় লোকজন তাদেরকে আটক করে ভারতীয় সীমান্ত রেখায় পাঠিয়ে দেয়।’

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ১৫ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) গভীর রাতে উপজেলার পঁচাভান্ডার সীমান্তের ৮৬৪, ৮৬৫ ও ৮৬২ পিলারের কাছেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রাত ৩টার দিকে বেশ কয়েকজন নারী-পুরুষকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় শমসেরনগর বর্ডার গার্ড বাংলাদেশের (৬১-বিজিবি) টহলরত সদস্য ও স্থানীয় লোকজন তাদেরকে আটক করে ভারতীয় সীমান্ত রেখায় পাঠিয়ে দেয়।’

প্রত্যক্ষদর্শী মালেক নামে এক ব্যক্তি জানান, ‘বিএসএফ সাতজনকে পুশইন করতে দেখে বিজিবিকে খবর দিলে বিজিবি এসে তাদের ভারতীয় সীমান্তের ভেতরে পাঠিয়ে দেয়। এ সময় বিএসএফ আমবাড়ি, পঁচাভান্ডার এলাকার ভিন্ন ভিন্ন সীমান্ত দিয়ে তারা পাঁচ থেকে ছয়জন করে নারী ও পুরুষকে অতর্কিতভাবে পাঠানোর চেষ্টা করে।

এ সময় বিজিবি ও এলাকার লোকজনের বাধার মুখে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে সকালের দিকে আবারো একই সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন করার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও বিজিবির বাধায় পিছু হটে তারা। তবে তারা আর ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে না পারলেও ভারতীয় তারকাঁটার বেড়ার পাশে অবস্থান করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ ৬১-বিজিবি কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান ১৫ জনকে পুশইন চেষ্টার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সীমান্ত দিয়ে সকাল ৭টার দিকে ছয়জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটে তারা। এ ঘটনায় দুই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিজিবির সাথে স্থানীয় লোকজন পাহারায় রয়েছে বলে জানা গেছে।