মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া ও চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম টিটু ও উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ বলেন, নাশকতায় সংশ্লিষ্টতা থাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগ নেতা নুরল ইসলামকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। যুবলীগের ২ নেতাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।