নড়াইল সদরে পুকুরের পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) ওই গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান।
পরিবার ও এলাকাবাসী জানায়, বিকেলে মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘের পাড়ে পাটের কাজ করছিলেন। এ সময় তার পাশে খেলা করছিল শিশু আমেনা ও নাফিস। পরে বাবা ইকরামুল তাদের বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। এ সময় আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে। তবে বিষয়টি টের পাননি মা রোকাইয়া। পরে দীর্ঘ সময় সন্তানদের ঘের পাড়ে না দেখে সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনায় পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।