লঞ্চ থেকে পড়ে যাওয়ার চার দিন পর যাত্রীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর একটি বালুচর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
আবুল কালাম আজাদ মৃধা (৫২)
আবুল কালাম আজাদ মৃধা (৫২) |নয়া দিগন্ত

পটুয়াখালীর বাউফলের এক যাত্রী লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যাওয়ার চার দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ মৃধা (৫২)।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর একটি বালুচর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে নিহতের ছেলেসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

আবুল কালাম চট্টগ্রামে একটি প্রিন্টিং হাউসে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গত ৭ এপ্রিল বিকেল ৪টার দিকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তিনি বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ঈগল-৫ নামের একটি দোতলা লঞ্চে ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের নীলকমল উপজেলার মাঝেরচর পয়েন্টে লঞ্চের কার্নিশে হাঁটাহাঁটি করার সময় তিনি মেঘনা নদীতে পড়ে যান।

এ বিষয়ে তার ছেলে তাওসিফ হোসেন জানান, ঘটনার পর চাঁদপুর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালেও তারা কোনো সন্ধান পাননি। চার দিন পর স্থানীয় জেলেরা লাশটি দেখতে পান এবং খবর দিলে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। লাশের অর্ধেক বালুর মধ্যে চাপা পড়েছিল।