তালতলীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরগুনার তালতলীতে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
তালতলীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
তালতলীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার |নয়া দিগন্ত

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর চর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকায় নদীর তীরে ভেসে আসে এক অর্ধগলিত, বিবস্ত্র নারীর লাশ। নদী থেকে ভেসে আসা লাশ দেখে প্রথমে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, লাশটি দেখে তাদের মনে হয়েছিল, নারী মারা গেছে হয়ত অনেক দিন আগে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো তদন্ত শুরু হয়নি। আমরা নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছি এবং এ ঘটনার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, তা নিয়ে খতিয়ে দেখছি।’