জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে মেহেরপুর জেলার গাংনী উপজেলা ও পৌরসভায় দ্বিতীয় দিনের মতো প্রায় ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
রোববার (৮ জুন) সকাল থেকে গাংনীর বিভিন্ন গ্রাম ও পাড়ায় গিয়ে এসব গোশত পৌঁছে দেন জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতারা। কোরবানির এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদের উদ্যোগে এই গোশত বিতরণ করা হয়।
এ বিষয়ে সাকিল আহমাদ বলেন, ‘আমরা চাই, ঈদের আনন্দ সবাই ভাগ করে নেক। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন এই খুশি থেকে বঞ্চিত না হয় — সেই চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে।’
এসময় আরো উপস্থিত ছিলেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, যারা পুরো প্রক্রিয়া সুসংগঠিতভাবে পরিচালনা করেন।
উল্লেখ্য, ঈদুল আজহার প্রথম দিনেও একইভাবে ২৫০ পরিবারের মধ্যে কোরবানির গোশত বিতরণ করেছিল এনসিপি মেহেরপুর শাখা।
নেতাদের মধ্যে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো: মুজাহিদুল ইসলামসহ যুক্ত ছিলেন আমির হামজা, শামীম আহমেদ আজম, আকাশ প্রমুখ।
এ ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি।