চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে ডাকাতির সময় বাধা দিলে ইয়ার্ডের দুই নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা।
সোমবার (৫ জানুয়ারি) ভোরে কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো: খালেদ প্রমাণিক ও মো: সাইফুল্লাহ। তাদের দু’জনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়।
কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, ‘রোববার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিংয়ের জন্য। রাতে একটি ডাকাত দল ওই জাহাজে হামলা করে। এ সময় সাগরে দায়িত্বরত দুই নৈশ প্রহরী প্রতিরোধে এগিয়ে আসলে ডাকাতরা হামলা করে তাদেরকে হত্যা করে।’
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ডাকাতির ঘটনায় দায়িত্বরত দুই গার্ড নিহত হয়েছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।



