জামায়াত এখন গণমানুষের মুক্তির সংগঠন : আলাউদ্দিন সিকদার

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন দেশের গণমানুষের মুক্তির সংগঠনের নাম।’

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
জামায়াত এখন গণমানুষের মুক্তির সংগঠন : আলাউদ্দিন সিকদার
জামায়াত এখন গণমানুষের মুক্তির সংগঠন : আলাউদ্দিন সিকদার |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো: আলাউদ্দিন সিকদার বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন দেশের গণমানুষের মুক্তির সংগঠনের নাম।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব হাটহাজারী উপজেলা জামায়াতের জরুরি এক রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেলেন অধ্যাপক শোয়াইব চৌধুরী। তিনি এর পূর্বে উপজেলা জামায়াতের নায়েবে আমির ছিলেন।

সোমবার বাদ মাগরিব হাটহাজারী উপজেলা জামায়াতের জরুরি এক রুকন সম্মেলনে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো: আলাউদ্দিন সিকদার এ ঘোষণা দেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরাগ্রাম নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর জেলা জামায়াত মো: সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেন।

অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে জরুরি এ রুকন সম্মেলনে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো: আব্দুল জব্বার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা জামাল হোসাইন।

সম্মেলনে রুকনদের উদ্দেম্যে জেলা আমির মো: আলাউদ্দিন সিকদার বলেন, জামায়াতে ইসলামীর এ সংগঠনে নেতৃত্বের পরিবর্তন হবে কিন্তু আনুগত্যের কোনো পরিবর্তন হবে না। কারণ জামায়াত কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি বিশ্বাসী নয়। শৃঙ্খলা জামায়াতের প্রাণ, বিনয় জামায়াতের শক্তি। এদেশের বুকে জামায়াতের শৃঙ্খলা একটি অনন্য উদাহরণ। তাই শৃঙ্খলার ব্যাপারে কোনো ধরনের ছাড় নয়।

তিনি আরো বলেন, বিগত ৫৩ বছরের দুর্নীতি, সম্পদ লুন্ঠন, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ ও বৈষম্য সৃষ্টকারীদেরকে জনগণ এখন বয়কট করতে শুরু করেছে।

জেলা সেক্রেটারি মো: আব্দুল জব্বার বলেন, ন্যায় ও ইনসাফের আলোকিত ও কল্যাণের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, যোগ্য ও দেশ প্রেমিক যে নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে তার মূলে রয়েছেন জামায়াতের রুকনরা। রাষ্ট্র ও সমাজকে নতুন করে সাজাতে হলে রুকনদেরকে আরো সচেতন ও ত্যাগ স্বীকার করতে হবে।