লালমনিরহাটের কালীগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় মো: রাহিবুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাকিনা-চাপারতল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিবুল ইসলাম উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের মো: আবু তালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাহিবুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সিদ্দিক জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



