গাজীপুরে টঙ্গীর পাগাড় এলাকার প্রখ্যাত প্রবীণ সংবাদপত্র পরিবেশক ও আনোয়ার সংবাদপত্র অ্যাজেন্সির মালিক আনোয়ার হোসেন (১০৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১ নভেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাকিস্তান আমলের শুরু থেকে পত্রিকা সরবরাহের পেশায় যুক্ত ছিলেন আনোয়ার হোসেন। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত তার ‘আনোয়ার সংবাদপত্র এজেন্সি’র মাধ্যমে তিনি টঙ্গী, উত্তরা, ঢাকা ক্যান্টনমেন্ট ও গাজীপুর জুড়ে বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদপত্র বিতরণ করতেন। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে নিষ্ঠা ও সততার সাথে এ পেশায় অবদান রাখায় তিনি পরিবেশক সমাজে ‘প্রবীণ অ্যাজেন্ট আনোয়ার’ নামে খ্যাতি অর্জন করেন।
তার মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মী, পরিবেশক ও গণমাধ্যম সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন।
তার তিন পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে। রোববার বাদ জোহর টঙ্গীর পাগাড় এলাকায় নিজ বাড়ির সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।



