খালেদা জিয়ার আরোগ্য কামনায় বাকৃবি কর্মকর্তা ও ছাত্রদলের দোয়া

রোববার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ ভবনে ওই দোয়া মাহফিল আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এছাড়া একই দিনে বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম, দোয়া ও মিলাদের আয়োজন করে ছাত্রদল বাকৃবি শাখা।

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি

Location :

Mymensingh
বাকৃবির কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান
বাকৃবির কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া অনুষ্ঠান |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ ভবনে ওই দোয়া মাহফিল আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এছাড়া একই দিনে বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম, দোয়া ও মিলাদের আয়োজন করে ছাত্রদল বাকৃবি শাখা।

অফিসার পরিষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, সংস্থাপন শাখা-৩ এর ডেপুটি রেজিস্ট্রার ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ছাত্রদলের দোয়া ও মিলাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।