বরিশালের উজিরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলামকে (৫৫) পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্র-জনতা।
বুধবার (১৩ আগস্ট) রাতে উজিরপুর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শহিদুলের অস্থায়ী বাড়ি শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামে এবং স্থায়ী বাড়ি পাশের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে। তিনি রত্নপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে শহিদুল বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম সংগ্রহ করে পুলিশ দিয়ে হয়রানি করতেন।
জানা গেছে, গতকাল বুধবার নিজের বাড়ি থেকে উজিরপুর মডেল থানার সামনে এলে সেখানে একদল ছাত্র-জনতা তাকে ঘিরে ফেলেন ও মারধর করে পুলিশে হস্তান্তর করেন।
পুলিশ সূত্র জানায়, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার ৫৩ নম্বর আসামি।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার এসআই যতীন ময় নয়া দিগন্তকে বলেন, শহিদুল ইসলামকে স্থানীয় জনগণ পুলিশে হস্তান্তর করেছিলেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।